কীবোর্ড এর ১০০টি শর্টকাট।

Published: 2021-04-08 13:50:00

কীবোর্ড শর্টকাট শেখা এবং ব্যবহার করা আপনার অনেক সময় সাশ্রয় করতে পারে। আপনার কম্পিউটারে মাউসের ব্যবহার কমিয়ে কীবোর্ডের ব্যবহার বাড়ান। কারণ মাউসের সমস্যা হলে আপনার কম্পিউটার অকেজো হয়ে পড়ে। তার থেকে মুক্তি পাবেন কী-বোর্ড দিয়েই প্রয়োজনীয় কাজগুলো করতে পারলে। দ্রুত কাজ করার জন্য দেওয়া হলো কীবোর্ডের শর্টকাট টিপস।

1. Ctrl + A

সকল লেখাকে একবারে সিলেক্ট করতে।

2. Ctrl + B

 সিলেক্ট করা অংশকে বোল্ড করতে।

3. Ctrl + C

সিলেক্ট করা অংশকে কপি করা।

4. Ctrl + D

ফন্ট কাস্টমাইজ করতে।

5. Ctrl + E

প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে পেজের মাঝে নিতে।

6. Ctrl + F

ডকুমেন্টের কোন শব্দ খুঁজে পেতে।

7. Ctrl + G

ডকুমেন্টের নির্দিষ্ট কোন পেজে যেতে।

8. Ctrl + H

শব্দ রিপ্লেক্স করতে।

9. Ctrl + I

সিলেক্ট করা অংশকে ইতালিক করতে।

10. Ctrl + J

নির্বাচিত অংশকে জাস্টিফাই করতে।

11. Ctrl + K

হাইপারলিংক।

12. Ctrl + L

নির্বাচিত অংশকে বামে নিতে।

13. Ctrl + M

ইনভেন্ট দেয়ার জন্যে

14. Ctrl + N

একটিতে কাজ করা অবস্থায় আরেকটি নতুন ডকুমেন্ট খুলতে।

15. Ctrl + O

ডকুমেন্টকে ওপেন করতে।

16. Ctrl + P

Print করতে।

17. Ctrl + Q

প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।

18. Ctrl + R

নির্বাচিত অংশকে ডানে নিতে।

19. Ctrl + S

ফাইল সেভ করা।

20. Ctrl + T

ইনভেন্ট পরিবর্তন করার জন্য।

21. Ctrl + U

নিচ দিয়ে আন্ডার লাইন করতে।

22. Ctrl + V

পেস্ট করতে।

23. Ctrl + W

চলমান ডকুমেন্টেকে ক্লোজ করতে।

24. Ctrl + X

ডকুমেন্ট থেকে কোন কিছু বাদ করার জন্য।

25. Ctrl + Y

রি-ডু বা পূর্বের অবস্থান থেকে সামনের দিকে যেতে।

26. Ctrl + Z

আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যেতে।

27. Shift + End

একটি বাক্যকে সিলেক্ট করতে (মাউস পয়েন্টার শুরুতে থাকলে)।

28. Shift + Home

একটি বাক্যকে সিলেক্ট করতে (মাউস পয়েন্টার বাক্যের শেষে থাকলে)।

29. Ctrl + {

ফন্ট সাইজ ছোট করতে।

30. Ctrl }

ফন্ট সাইজ বড় করতে।

31. Ctrl + Home

মাউস পয়েন্টার লেখার শুরুতে নিতে

32. Ctrl + End

মাউস পয়েন্টার লেখার শেষে নিতে।

33. Alt + =

ইকুয়েশন টুল আনতে।

34. Ctrl + Shift +

Superscript করতে।

35. Ctrl + =

Subscript করতে।

36. F7

Spelling and Grammer

38. Shift + F7

Thesaurus

39. Ctrl + Shift + C

Format painter

40. Alt + E

Edti Menu

41. Alt + F

File Menu

42. Alt + V

View menu

43. Ctrl + Shift + A

ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে বড় অক্ষরের করতে চাইলে।

44. Ctrl + Shift + C

লেখাতে যদি কোন প্রকার ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করতে ব্যবহৃত হয়।

45. Ctrl + Shift + V

কপি করা ফরম্যাটকে পেস্ট  করতে ব্যবহৃত হয়।

46. Ctrl + Shift + D

লেখার নিচে ডাবল আন্ডার লাইন ব্যবহার করতে।

47. Ctrl + Shift + H

টেক্স ফরম্যাটিং কে হাইড করতে ব্যবহৃত হয়।

48. Ctrl + Shift + K

সিলেক্ট করা লেখাকে Capital করতে।

49. Ctrl + Shift + W

লেখাতে কোন স্পেস না রেখেই আন্ডার লাইন ব্যবহার করতে।

50. Ctrl + F6

যদি একাধিক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন থাকে তাহলে এই শর্টকাট কী ব্যবহার করে সহজেই ওপেন কৃত এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্ট এ যাওয়া যাবে।

51. Page Down

মাউস পয়েন্টার কে পেজের উপর  অংশ থেকে নিচের অংশে নেয়ার জন্যে ব্যবহৃত হয়।

52. Ctrl + Arrow down

ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে জাম্প করে উপর থেকে নিচের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে ব্যবহৃত হয়।

53. Ctrl + Arrow up

ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে জাম্প করে নিচ থেকে উপরের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে ব্যবহৃত হয়।

54. Ctrl + Arrow right

মাউস পয়েন্টারকে বামদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই ডানদিকে নিয়ে যাওয়া যাবে।

55. Ctrl + Arrow Left

মাউস পয়েন্টারকে ডানদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই বামদিকে নিয়ে যাওয়া যাবে।

56. Alt + Space

মেইন উইন্ডোর সিস্টেম মেনু দেখা।

57. Windows Logo + L কম্পিউটার লক করা।
58. F10 মেনু বার চালু করা।
59. Shitf F10 নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু।
60. Alt + F4 প্রোগ্রাম বন্ধ করা।
61. Shift + Delete সরাসরি ফাইল ডিলিট করা।
62. Ctrl + Esc Start menu চালু।
63. F1 Help
64. Ctrl + Tab চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই।
65. F2 নির্বাচিত ফাইল রিনেইম করা।
66. F3 ফাইল খোঁজা।
67. F4 অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা।
68. F5 বর্তমান উইন্ডো রিফ্রেশ।
69. Shift + Windows Logo + M মিনিমাইজ আন্ডু করা।
70. Windows Logo Start Menubar Open 
71. Windows Logo + M সব প্রোগ্রাম মিনিমািইজ করা।
72. Backspace পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া।
73. Windows Logo + E Internet Explorer চালু করা।
74. Windows Logo + F File/Folers খোজা।
75. Alt + F4 বর্তমান  উইন্ডো বন্ধ করা।
76. Ctrl + F4 একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
77. Windows Logo + Tab টাস্কবার চক্রাকারে দেখা।
78. Windows Log0 + Break সিস্টেম Properties ডায়ালগ বক্স চালু।
79. Application key নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু।
80. Windows Logo + C কন্ট্রোল প্যানেল চালু করা।
81. Windows Logo + V Clipboard চালু করা।
82. Windows + K কীবোর্ড Properties ডায়ালগ বক্স চালু করা।
83. Windows Logo + I মাউস Properties ডায়ালগ বক্স চালু করা।
84. ‍Shitf + Double Ckick বিকল্প ডিফল্ট কমান্ড।
85. Windows Logo + D সব প্রোগ্রাম মিনিমািইজ করা।
86. Shift + Right Click অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
87. Alt + Double Click প্রোপার্টিজ প্রদর্শন।
88. Alt + Delete সরাসরি ফাইল মুছে ফেলা।
89. Ctrl + ESC  Start Menu চালু করা।
90. Alt + Tab চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই।
91. Windows Logo + L Computer লক করা।
92. Ctrl + Shift + ESC Task manager
93. Alt + Down Arrow ড্রপ ডাউন মেনু খোলা
94. Shift অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
95. Left Alt + Left Shift + Print Screen Toggles High Contrast on and off
96. Alt আন্ডাররাইনকৃত অক্ষর নির্দিষ্ট মেনুতে যাওয়া।
97.Tab লেখার মাঝে ৪টা Space দেয়া।
98. Caps Lock ইংরেজি লেখা বড় অক্ষরে করা।
99. Delete কোনকিছু মুছে ফেলা
100. F1  সাহায্য


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in